
স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি আর রোহিত শর্মা কোচ গৌতম গম্ভীরের চাপে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এই খবরে যখন বিতর্ক ক্রিকেট বিশ্ব তখন গম্ভীর সরাসরি এই কথা অস্বীকার করলেন। এদিন গম্ভীর বললেন, খেলা শুরু করবে, কখন শেষ করবে, তার নিজের সিদ্ধান্ত। কোচ, নির্বাচক বা অন্য কারও এই অধিকার নেই যে, কোনও ক্রিকেটারকে বলা, সে কখন অবসর নেবে। এটা ভিতর থেকে আসে। এটাও সত্যি যে, আমাদের দুই অভিজ্ঞ, সিনিয়র প্লেয়ারকে বাদ দিয়েই খেলতে হবে।’
ইংল্যান্ড সফর থেকেই নতুন ক্যাপ্টেনের হাতে ভারত। জমপ্রীত বুমরা নেবেন দায়িত্ব। তাঁর সহকারী শুভমন গিল। নতুন ভারতকে সাফল্যে ফেরানোটা যে গম্ভীরের কাছে চ্যালেঞ্জ, সন্দেহ নেই। ভারতীয় টিমের কোচ বলে দিচ্ছেন, ‘এটা আমারও মনে হচ্ছে, নতুনদের কাছে এটা একটা বড় সুযোগ সামনে এগিয়ে এসে বলা, আমি দায়িত্ব নিতে তৈরি। সন্দেহ নেই যে, এটা কঠিন দায়িত্ব। কিন্তু এটা সামলানোর সুযোগ পাবে নতুনরা