
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কি খেলবেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি? সোমবারই হয়তো শেষ হয়ে যাবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করা হবে। কিন্তু বিরাট এই ৩ ম্যাচে খেলবেন কি না সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিসিসিআই কর্তারা কিছু বলতে পারছেন না। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও অন্ধকারে। চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে না পারা কে এল রাহুলও তৃতীয় টেস্টে দলে ফিরবেন কি না বোঝা যাচ্ছে না। তবে বিসিসিআই সূত্রে খবর, এই সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না চোট পেয়ে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজা। ওডিআই বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে মহম্মদ শামি। এই পেসারের পক্ষে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলা সম্ভব হবে না।বিরাট সম্পর্কে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘সবার কাছেই পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতেই সেটা স্পষ্ট বলা হয়েছে। বিরাট কোহলি যদি মনে করে ও খেলার মতো জায়গায় আছে একমাত্র তাহলেই ও খেলবে।’ ফলে বিরাট কবে দলে ফিরবেন সেটা এখনই বলা যাচ্ছে না