
নিজস্ব সংবাদদাতা, কলকাতা:রাতভর বৃষ্টির জেরে জল জমেছে শহর কলকাতার বিভিন্ন অংশে। বৃষ্টির ফলে দক্ষিণ উত্তর মধ্য কলকাতার বেশ কিছু অংশ জলমগ্ন। কলকাতার রতনবাবু রোড, প্রাণনাথ চৌধুরী লেন, রাধামোহন দে লেনসহ সংলগ্ন রাস্তায় জল জমার ফলে স্থানীয়রা সমস্যায় পড়েছেন। এলাকার বহু বাড়িতে ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে। অনেক বাড়িতে অসুস্থ রোগীরা রয়েছেন।জলমগ্নতার কারণে সমস্যায় পড়েছেন রোগীর পরিবারের সদস্যরা।
এদিকে ঢাকুরিয়া ব্রীজের নিচেও রয়েছে এক হাঁটু জল। রাতভর বৃষ্টির জেরে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। মঙ্গলবার রাতভর বৃষ্টির পর বুধবার সকাল থেকেও মুখ ভার আকাশের। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বর্তমানে একই পরিস্থিতি রয়েছে। এদিকে জল জমার কারণে রীতিমতো দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে যান চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর নিম্ন চাপের প্রভাবে গোটা রাজ্যে চলবে বৃষ্টি।