
উজ্জ্বল হোড়, ওঙ্কারঃ মঙ্গলবার রাত থেকে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ারের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা করে জানানও হয়েছে এই তথ্য।
ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মঙ্গলবার রাতে বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ারের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ারের এরিয়া ভুক্ত কোচবিহার এবং জলপাইগুড়ি কিছু অংশের ভারত বাংলাদেশ সীমান্ত। সূত্রের খবর, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বাড়ান হয়েছে নিরাপত্তা।
প্রসঙ্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ৪০৯৬ কিলোমিটার। এর মধ্যে ৫০৯ কিলোমিটার গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের আওতাধীন। গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের ব্যাটেলিয়ানের সংখ্যা ১১ টি।
প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে সোমবারই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। বাংলাদেশের সরকার পড়ে গিয়ে এখন ওই দেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে। আন্তর্জাতিক দিক দিয়ে চিন্তা করলে, বাংলাদেশকে প্রভাবিত করতে পারে আমেরিকা, বলে দাবি করছে রাজনৈতিক বিশ্লেষকদের একটি রড় অংশ। সেই কারণে গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের অধীন বিভিন্ন সীমান্তে প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে। অতন্দ্র প্রহরা চলছে সীমন্ত রক্ষী বাহিনীর। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে তা এখন সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, বাংলাদেশ নিয়ে রাজ্য সভা ও লোকসভায় বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখেছে নয়াদিল্লি। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক স্তরেও যোগাযোগ রেখেছে ভারত সরকার।