
ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে মারধর করে তৃণমূল প্রার্থী সহ দুষ্কৃতীরা। ভর্তি করা হয় হাসপাতালে। তিনদিনের মাথায় হাসপাতালে মৃত্যু। সেখান থেকে দেহ তুলে নিয়ে গিয়ে ময়নাতদন্ত ছাড়াই তৃণমূলের লোকজন দাহ করে দেয় অভিযোগে মামলা দায়ের।
বিচারপতি বলেন, রাজনৈতিক কি কারণ রয়েছে সেটা পরে দেখছি, তবে কোনোভাবেই অস্বাভাবিক মৃত্যু হলে ময়না তদন্ত ছাড়া দেহ দাহ করার সুযোগ নেই। মঙ্গলবার এই মামলার শুনানি করবে বিচারপতি জয় সেনগুপ্তের আদালত।