
বিক্রমাদিত্য বিশ্বাস, রায়গঞ্জঃ দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে আক্রান্ত হলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। অভিযোগের তির শাসক দলের দিকে। ঘটনা টি ঘটেছে, রায়গঞ্জের সাহাপুর এলাকায়।
বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ সাহাপুরে প্রচার সেরে যখন রুনিয়ায় দিকে যাচ্ছিলেন, তখন জেলা কংগ্রেস সভাপতি গাড়ির পেছনে থাকা কংগ্রেস কর্মীদের গাড়িতে আক্রমণ করে একদল যুবক। তাদের ছোড়া ইটের টুকরো আর পাথরে আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। যদিও মোহিত সেনগুপ্ত বা কংগ্রেস কর্মীদের কোনও আঘাত লাগেনি।
এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন জেলা কংগ্রেস সভাপতি। তিনি বলেন, সাহাপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে বিপুল জনসমাগম দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই তারা আমাদের উপর আক্রমণ করছে। ভোট যত এগিয়ে আসবে ততই এদের সন্ত্রাস বাড়ছে।
ঘটনা জানাজানি হতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। রায়গঞ্জ থেকে কংগ্রেসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেসকর্মীদের রুনিয়ায় সভায় পৌঁছে দেন। প্রদেশ কংগ্রেসের মুখপত্র সুমন গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূল ভাবছে ভয় দেখিয়ে কংগ্রেসকে আটকাবে, কিন্তু তা হতে দেব না আমরা।
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লালের দাবি, যেকোনও ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করা নিয়ম হয়ে গিয়েছে। অভিযোগ করছে কংগ্রেস।