
উজ্জ্বল হোড়,জলপাইগুড়িঃ পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্ত হয়েছে পরিস্থিতি। পঞ্চায়েত নির্বাচনের দিন ভোটলুঠ, ছাপ্পা ভোট সহ একাধিক অভিযোগ তুলে পথে নামলো বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার কুশপুতুল এদিন দাহ করেন বিজেপির কর্মী সমর্থকেরা।
রবিবার রাতে বিজেপির জলপাইগুড়ি টাউন মন্ডল এক এবং দুই-এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার কুশপুতুল দাহ করা হয়। এ বিষয়ে বিজেপি টাউন মন্ডল একের সভাপতি অশোক শা বলেন, শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্য নির্বাচন কমিশনার শাসক দলের হয়ে কাজ করেছেন। রাজ্যের ভোট মানুষের অধিকার চুরি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাপ্পা ভোটের অভিযোগ ওঠার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। সোমবার রাজ্যের বেশ কিছু বুথে ইতিমধ্যে পুনঃনির্বাচনের ঘোষণা করা হয়েছে। এই ছাপ্পা ভোট, ভোট লুটের অভিযোগ সামনে রেখে এদিন প্রতিবাদ জানায় বিজেপি।