
শেখ এরশাদ, কলকাতাঃ পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য তিন বিজেপির জয়ী প্রার্থী এবং এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। শহর কলকাতার বাইপাস লাগোয়া একটি গেস্ট হাউস থেকে অপহরণ করা হয় বলে থানায় অভিযোগ দায়ের করেছেন বর্ষিয়ান বাম নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।
পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হসপিটালের ২ নম্বর গেটের উল্টোদিকের রাস্তার মুখেই গেস্ট হাউস থেকে অপহরণের অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করার অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার রাতেই পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।
দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। তৃণমূল কংগ্রেস জয় পায় ৪ টিতে। সিপিআইএম পায় ৩টি। বিজেপি ৬টি ও নির্দল পায় ২ টি আসন। তৃণমূল কংগ্রেস বোর্ড গঠনের জন্য জোর করে বিরোধীদের চাপ দিচ্ছিল বলে অভিযোগ। সেই চাপের ভয়ে মাথা নত না করে কলকাতার একটি গেস্ট হাউসে পরিচয় গোপন করে এরা থাকছিলেন বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে সেই গেস্ট হাউস থেকেই বিজেপির তিন জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করে তৃণমূল, এমনটাই অভিযোগ বামেদের।
পঞ্চসায়র থানার পুলিশ সূত্রে খবর, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে গেস্ট হাউস ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।