
বিক্রমাদিত্য বিশ্বাস,উত্তর দিনাজপুরঃ একঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল ভোটগ্রহণ পর্ব। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের আগডিমটিখন্তিতে। ৭৮ নং বুথে একঘণ্টার মধ্যেই দেদার ছাপ্পা ভোট পড়েছে, বলে অভিযোগ। কার্যত স্তম্ভিত প্রকৃত ভোটাররা।
শনিবার সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে। আগডিমটিখন্তির ৭৮ নং বুথে ভোর থেকেই দীর্ঘ লাইন ভোটারদের। কিন্তু ঘড়িতে সকাল ৮টা বাজতে না বাজতেই দেখা গেল, ভোট শেষ। ব্যালট বাস্ক সিল করে বের করা হচ্ছে। ফেরত পাঠানো হল ভোটারদের। বলা হল তাদের ভোট হয়ে গেছে। এবার বাড়ি ফিরে যান।
অভিযোগ, ভোটার এবং সমস্ত ভোটকর্মীকে বুথ থেকে বের করে দেদার ছাপ্পা ভোট করানো হয়েছে। অভিযোগের তির তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে। তাঁর নেতৃত্বেই নজিরবিহীন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, মাত্র ৩ জন প্রকৃত ভোটার ভোট দিতে পারেছে। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল?