
ওঙ্কার ডেস্কঃ নতুন বছরে হালকা শীত অনুভব করা গেলেও, পশ্চিমী ঝঞ্ঝার বাঁধায় এখনও পর্যন্ত জাঁকিয়ে শীত পড়েনি বঙ্গে । তবে হাওয়া অফিস দিয়েছে সুখবর, বুধবার থেকে আবার ঠাণ্ডা বাড়বে রাজ্যে। সপ্তাহের শুরুতেই কলকাতাসহ আরও ১০ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলা গুলিতেও রয়েছে ঘন কুয়াশার দাপট।
সপ্তাহের শেষে আবহাওয়ার বদল ঘটতে পারে। সোম ও মঙ্গলবার মেঘলা আকাশ থাকলেও, বুধবার থেকে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিঙে তুষারপাতের সঙ্গে সঙ্গে মঙ্গলবার দার্জিলিংসহ ৪ জেলায় বৃষ্টির হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সপ্তাহান্তে তাপমত্রা কমলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।