
নিজেস্ব প্রতিনিধি,তিস্তা বাজারঃ সিকিম সহ উত্তরবঙ্গের বিভিন্ন পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার রাত থেকেই সেই রূপ দেখাতে শুরু করেছে বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকেই সিকিম, দার্জিলিং, কালিংপং এর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যেই ফুলতে শুরু করেছে তিস্তা নদীর জল। তিস্তার জলে তিস্তা বাজার এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা বাজার হয়ে দার্জিলিং সিকিম ও কালিংপং যাওয়ার রাস্তা।