
উজ্জ্বল হোড়, ওঙ্কারঃ প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড় থেকে সমতল। বৃহস্পতিবার রাত থেকে তিস্তায় জলস্ফীতি। তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি তিস্তা পাড়ের প্রাচীন জনপদ জলপাইগুড়িতে। বিপদ এড়াতে নজরদারি চলচ্ছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রন পর্ষদের কনট্রোল রুম।
টানা চারদিনের বৃষ্টিতে বিপদের মুখে তিস্তা বঙ্গ। লাগাতার বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন। উস্কে দিচ্ছে ২৩ সালের উত্তর সিকিমে সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি। আশঙ্কা বাড়ছে পাহাড়ে ভূমি ধসের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে জুড়েই। বৃহস্পতিবার রাত থেকে তিস্তা নদীতে জলস্ফীতি। শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি জলপাইগুড়িতে। তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রন পর্ষদ। তিস্তাবাজার, সেবক, গজলডোবা, বাসুসুবা সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।
সমতলের পাশাপাশি, কালিম্পং, দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। সেলফিদাড়া, ২৮ মাইল, শ্বেতিঝোরায় ধসের জন্য সতর্কতা জারি হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে। ধস নেমেছে দার্জিলিংয়ের সিংমারি সহ একাধিক জায়গায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিস্তা বঙ্গে। কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটবে কেন্দ্রীয় মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে।