
ওঙ্কার ডেস্কঃ রাজ্যে উধাও কনকনে ঠাণ্ডা। উত্তুরে হাওয়ার বাঁধা পশ্চিমি ঝঞ্ঝার। ফলে জাঁকিয়ে শীত পড়ার কোনও আশা নেই। আগামী ৫ দিনে তাপমাত্রার বিশেষ কিছু বদল হবে না বলেই খবর হাওয়া অফিসের। অন্যদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, মালদা, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশা থাকবে। কলকাতায় হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে। রবিবার সামান্য নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। আগামী ৫ দিনে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।