
ওঙ্কার ডেস্কঃ শীতের আমেজ শুরু হতে না হতেই বাঁধা পশ্চিমি ঝঞ্ঝার। মাঘের শীতও উপভোগ করতে পারল না রাজ্যবাসী। হালকা শীতের আমেজ থাকলেও চলতি সপ্তাহে পারদ আরও ঊর্ধ্বমুখী হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার দাপট রাজ্য জুড়ে থাকবে। বুধবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাব কমে বাড়বে পূবালী হাওয়ার দাপট।
অন্যদিকে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ থাকেলও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনাও নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা। এছাড়াও দার্জিলিঙের পার্বত্য এলাকায় শুক্রবার হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জানানো হয়েছে।
কলকাতাতেও কুয়াশার সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতরের।