
ওঙ্কার ডেস্ক: মার্চের শুরুতেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ। উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার ওঠানামা চলবে রাজ্যজুড়ে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পারদ চড়লেও সপ্তাহের মাঝে আবার কিছুটা নামতে পারে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় গত সপ্তাহে ঝড়বৃষ্টি হয়েছে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নেই। তাপমাত্রা ওঠানামা করবে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে। উইকেন্ডে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের মাঝে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তাপমাত্রার তেমন পরিবর্তন নেই। জেলায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে এই সপ্তাহে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ। আগামী ৪-৫ দিনে তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না।
কলকাতায় স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা। পরিষ্কার আকাশ। সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনে তাপমাত্রা ওঠানামা করতে পারে। সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা।