
ওঙ্কার ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। আজ, শুক্রবারেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৫ই এপ্রিল পর্যন্ত দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে, তার সঙ্গে রয়েছে নিম্নচাপও। যার প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রায় সব জেলাতেই। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। একটানা বৃষ্টির জেরে অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গবাসী, বলে মনে করছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সপ্তাহ শেষে বাড়বে বৃষ্টির পরিমাণ।
শুক্রবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।