
গোপাল শীল, ডায়মন্ড হারবারঃ কুয়াশায় বাধা হয়ে দাঁড়ালো ফেরি ভেসেল পারাপার। মেদিনীপুর থেকে ডায়মন্ড হারবার আসার পথে মাঝ গঙ্গায় আটকে পড়ল ভেসেল। বড় দিনের সকালে ভোগান্তি যাত্রীদের।
ঘন কুয়াশার কারণে, বড় দিনের সকালে ভোগান্তি যাত্রীদের। সোমবার মেদিনীপুরের গেঁওখালি থেকে সকাল ৬ টা বেজে ২০ মিনিটের ভেসেল ছেড়ে ডায়মন্ড হারবারের জেটিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাঝপথে এসে দিক হারিয়ে ফেলে ভেসেলটি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই সমস্যা। কোন দিকে যাচ্ছে ঠিক করতে না পেরে, বাধ্য হয়ে মাঝে নদীতে নোঙ্গর করে ভেসেল টি। প্রায় ঘন্টাখানেক পর কুয়াশা কাটলে আবার ভেসেল ছেড়ে গন্তব্যস্থলে এসে পৌঁছায়।