
ওঙ্কার ডেস্ক: দিন দিন বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। গত সপ্তাহে টানা ঝড়-বৃষ্টির পর আবারও বাড়ছে তাপমাত্রা। গরমের দাবদহে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গবাসী।
আবহাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। সামান্য বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হচ্ছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ৬ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহেই। আজ থেকেই গোটা রাজ্যে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শুক্রবারের মধ্যেই কলকাতার সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে।
অবশ্য উত্তরবঙ্গের আবহাওয়া ভিন্ন। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলছে জেলায় জেলায়। বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গে মেঘলা আকাশ। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে, সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও বলেই জানাচ্ছেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।