
ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের খান্ডোয়ার কোন্ডাবত গ্রামের মানুষ। কুয়োয় পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে পর পর মৃত্যু হল সাত জনের। মৃত্যু হয়েছে সেই শিশুরও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোন্ডাবত গ্রামে গাঙ্গৌর উৎসব ছিল বৃহস্পতিবার। সেখানে স্থানীয় একটি কুয়োতে পড়ে গিয়েছিল সাত বছর বয়সের এক শিশু। বিষয়টি নজরে পড়ে স্থানীয় এক ব্যক্তির। তিনি তড়িঘড়ি কুয়োর কাছে পৌঁছে ওই শিশুকে বাঁচাতে ঝাঁপ দেন। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও ওই ব্যক্তি না ওঠায় সন্দেহ হয় সেখানে উপস্থিত মানুষজনের। আরও একজন কুয়োতে নামেন। তিনি ওঠেননি দেখে আরও এক ব্যক্তি কুয়োতে নামেন। এই ভাবে শিশুটিকে উদ্ধার করতে পর পর সাত জন ব্যক্তি কুয়োতে নামেন। কিন্তু একজনও উঠতে পারেননি।
গ্রামে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। কুয়োর ভিতর থেকে শিশু সহ আট জনের নিথর দেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, যে কুয়োতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটির জল ব্যবহারের উপযোগী নয়। পুজো বা উৎসবের প্রতিমা এবং বিভিন্ন জিনিস ওই কুয়োয় ফেলা হয়। এই বিষয়ে খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই বলেছেন, কুয়োয় জল কম ছিল। কাদামাটি আর পাঁকে ভর্তি ছিল কুয়োটি। ফলে মনে করা হচ্ছে কাদামাটি এবং পাঁকের কারণে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। কুয়োয় সেই গ্যাসের কারণেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই আট জনের। আট জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।