
প্রদীপ মাহাত, পুরুলিয়াঃ পুলিশের জালে, মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী ওরফে বাবু ওরফে কিশোর ওরফে পঙ্কজ ওরফে অজয়। এনআইএ তাঁর মাথার দাম রেখেছিল ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গলমহলে সশস্ত্র স্কোয়াড গড়ার কাজ করছিলেন বাবু। ২০০০ সালে মাওবাদীর কলকাতা সিটি কমিটির সম্পাদক ছিলেন সব্যসাচী। ২০০৪ সালে রাজ্য কমিটির সদস্য পদ পান। ২০১৮ সালের পরে কেন্দ্রীয় কমিটির সদস্য হন। মূলত ভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সব্যসাচী গোস্বামী । নোনাডাঙ্গা উচ্ছেদ বিরোধী আন্দোলনেও ভূমিকা ছিল। উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকায় তার বাড়ি বলে জানা গিয়েছে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার করিডর তৈরির পরিকল্পনা রয়েছে মাওবাদীদের, বলে সূত্রের খবর। যার দায়িত্বে ছিলেন সব্যসাচী গোস্বামী।