
আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমানঃ এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমান -১ ব্লকের মির্জাপুরের। বর্ধমান মহিলা থানায়, অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার দাপুটে তৃণমূল নেত্রী কাকলী গুপ্ত।
সূত্রের খবর, গত মঙ্গলবার মির্জাপুরের বাসিন্দা মালা চৌধুরী (পরিবর্তিত নাম) নামে এক গৃহবধূকে বাড়িতে ঢুকে গণধর্ষণ করে তৃণমূল নেতা ও কর্মীরা। মালাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকেরা। চিকিৎসার জন্য ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা বপন দাস অভিযোগ তোলার জন্য হুমকি দিচ্ছে বলে দাবি করেছে নির্যাতিতার পরিবার। এদিকে বর্ধমান ১ নং ব্লকের সভাপতি ও বর্ধমান উন্নয়ন সংস্থা পরিষদের চেয়ারম্যান কাকলী গুপ্ত , সরাসরি মালা চৌধুরীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বলেন “মহিলা কথায় কথায় রেপের মামলা দায়ের করার হুমকি দেয়। স্বভাবতই এই মহিলা সমাজে মেশার মত নয়। সুতরাং তিনি আইনের সাহায্যে নিয়েছেন আইন আইনের মত তদন্ত করবে।”