
ওঙ্কার বাংলা ডেস্ক: বুধবার মরসুমের শীতলতম দিন কাটাল কলকাতা মহানগরী। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।এবার তাহলে কি ,জাঁকিয়ে শীত পড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।
বুধবার সকাল থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি ছিল কুয়াশা আচ্ছন্ন। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহেই মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের তিন জেলাও কুয়াশায় ঢাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুদিন রাতের তাপমাত্রা অনেকটা নেমে যেতে পারে। শুধু তাই নয় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। শনিবার শীতের আমেজ অনেকটাই বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।