
ওঙ্কার ডেস্ক : লোকসভা ভোট মিটতেই শুরু উপ নির্বাচনের তোড়জোড় । আগামী ১০ জুলাই রাজ্যের ৪ টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন. উপ নির্বাচনের জন্য চার কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্বাচন করা হলো। রায়গঞ্জের বিজেপি প্রার্থী শ্রী মানস কুমার ঘোষ। রানাঘাট দক্ষিণ তপশিলির বিজেপি প্রার্থী শ্রী মনোজ কুমার বিশ্বাস । বাগদার তপশিলি বিজেপি প্রার্থী শ্রী বিনয় কুমার বিশ্বাস । মানিকতলার বিজেপি প্রার্থী শ্রী কল্যাণ চৌবে ভট্টাচার্য।