
শান্তনু পান, মেদিনীপুর : রাস্তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বন দপ্তর! কাজের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না বনদপ্তর। এমনই অভিযোগ তুলে পোস্টার দিয়ে বিট অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের অন্তর্গত আমশোর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়া গ্রামে। বিট অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আমশোল, গোপীনাথপুর শোলাগেড়িয়া, রাজবাঁধ সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজনেরা।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জেলা প্রশাসনের উদ্যোগে কাঁচা মাটির রাস্তার পরিবর্তে পিচের রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু, সেই রাস্তার কাজ শুরু হলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বনদপ্তর। তাদের দাবি, ধামকুড়িয়া বিট লাগোয়া প্রায় দুই কিলোমিটার রাস্তা বনদপ্তরের অধীনে, কিন্তু বার বার বনদপ্তরকে জানিয়েও বনদপ্তর এই দুই কিলোমিটার রাস্তার নো অবজেকশান সার্টিফিকেট না দেওয়ার জন্যই মাঝপথে বন্ধ রাস্তার কাজ।
যদিও এ বিষয়ে ধামকুড়া বিট অফিসার সুকুমার মেটা সংবাদ মাধ্যমকে জানান, সমস্ত বিষয়টি উপরমহলে জানানো হয়েছে। পারমিশন উপর মহল দেবে, তাই আমার কিছু করার নেই। আজকের ঘটনাও আমি উপরমহলে জানিয়েছি, তবে আমরা উন্নয়নের পক্ষে।