
নিজস্ব প্রতিনিধিঃ দত্তপুকুরের মোচপোল গ্রামে বিস্ফোরণের ঘটনায় পুলিশ গ্রেফতার করল এক জনকে। ধৃত ব্যক্তির নাম সফিকুল ইসলাম। বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে এটাই প্রথম গ্রেফতারি। বিস্ফোরণ ঘটা বাজি কারখানায় সফিকুল অংশীদার বলে সুত্রের খবর। কেরামত শেখের সঙ্গে ধৃত সফিকুলের কারখানার অংশীদারিত্ব আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এখনও কেরামতের সন্ধান পায়নি পুলিশ। কেউ বলছে, বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কেরামত। কারও কারও দাবি, রবিবারই বিস্ফোরণে কেরামত শেখের মৃত্যু হয়েছে।