
নিজেস্ব প্রতিনিধিঃ ফের ছেলে ধরা সন্দেহে ভবঘুরে কে গণধোলাই, এবার ঘটনাস্থল পেট্রাপোল। সূত্রর খবর, পেট্রাপোল থানার নরহরিপুর হরি মন্দির এলাকায় বৃহস্পতিবার এক ভবঘুরেকে দেখে ছেলে ধরা সন্দেহে গন ধোলাই দিল স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পেট্রাপোল থানার পুলিশ। মার মুখী মানুষের হাত থেকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গণধোলাইয়ের ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে।