
উজ্জ্বল হোড়,জলপাইগুড়িঃ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাঁকে।
২০১৮ সালে দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় নাম জড়ায় স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। হাইকোর্টের দ্বারস্থ হন নিশীথ। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলছিল মামলার শুনানি। কিন্তু সেখানেও রক্ষাকবচ দেয়নি বিচারক। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। প্রতিমন্ত্রীর আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাঁর মক্কেলের গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দেশের সর্বচ্চ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। এরপর সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন করেন নিশীথ। বৃহস্পতিবার কেন্দ্রিয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হয়ে কোর্টে সওয়াল করলেন সুষমা স্বরাজ কন্যা বাসুরি স্বরাজ। আদালত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে।
আগাম জামিনের আবেদন মঞ্জুর হলেও পাশাপাশি পনেরো দিনের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত, বলে জানান সরকারী আইনজীবী অনিন্দ্য চক্রবর্তী।
প্রসঙ্গত, ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানো হয়। অভিযোগ ওঠে, ওই ব্যক্তিকে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন নিশীথ। তারপরই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। যার তদন্ত করে ইতিমধ্যেই পুলিশ চার্জ সিট ও জমা করেছে সংশ্লিষ্ঠ আদালতে।