
প্রতীতি ঘোষ,ওঙ্কারঃ তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং সংস্থা অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে আগেই উঠে এসেছিল মুকুল রায়ের। ইতিমধ্যে প্রক্তন রেল মন্ত্রী মুকুলকে দিল্লিতে তলব করেছে ইডি। কিন্তু দিল্লি যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই মুকুল রায়ের।
অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে আগেই উঠে এসেছিল কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়ের নাম। এবার মুকুলকে দিল্লিতে তলব করেছে ইডি। অ্যালকেমিস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন, “বাবার দিল্লি যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই। তবে, ইডি আধিকারিকরা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চাইলে সবরকম সহযোগিতা করা হবে৷
বৃহস্পতিবারই মুকুল রায়ের কাছে পৌঁছেছে ইডির চিঠি। তাতে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ১৯০০ কোটি টাকার অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং। ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে তাঁর মেয়াদ ফুরানোর আগেই তাঁকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। উল্লেখ্য, নারদ স্টিং অপারেশনের টাকা কেডি সিং দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।