
ভীষ্মদেব রায়, মুর্শিদাবাদঃ তৃণমূল কর্মী সনাতন ঘোষকে খুনের ঘটনায় গ্রেফতার কংগ্রেসের অঞ্চল সভাপতি জুলফিকার আলী ওরফে ভুট্টু। কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি করার সময় পুলিশ খুঁজে পেয়েছে বিপুল পরিমাণ জাল নোট। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার ঘটনা।
তৃণমূল কর্মী সনাতন ঘোষের খুনের তদন্তে নেমে পুলিশ জালে কংগ্রেসের অঞ্চল সভাপতি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম জুলফিকার আলী ওরফে ভুট্টু। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার নাজিরপুর গ্রামে। ধৃত চোঁয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের অঞ্চল সভাপতি।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়ার মিয়ার বাগান কাশিমনগর এলাকা থেকে ভুট্টু আটক করে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৪০ টি ৫০০ টাকার জাল নোট।
পুলিশ সূত্রে খবর, গত ৯ই জুন রাত্রে হরিহরপাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী সনাতন ঘোষকে খুন করা হয়। সেই খুনের ঘটনায় অর্থের লোভে পরোক্ষভাবে জড়িত ছিল ভুট্টু।
হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ বলেন, “অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকলে তাদেরকে আমরা কোনও মতেই বরদাস্ত করব না। খুনের ঘটনায় নাম জড়ানোর পরেই ভুট্টুকে অঞ্চল কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, কীভাবে জাল টাকার কারবার চালাত জুলফিকার তা জানতে আরও তদন্ত করা দরকার।