
নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে অনেক দিন আগে। তার পর একাই থাকতেন বীরভূমের বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু। এবার এক যুবককেই বেছে নিলেন জীবন সঙ্গী হিসাবে। বিয়ে করলেন হাওড়ার আর এক যুবককে। আর দুই যুবকের চার হাত এক হওয়া ঘটনায় সাক্ষ্মী থাকল সেনপাড়ার বাসিন্দারা। এলাকার মানুষেরাই চাঁদা তুলে তাঁরা প্রীতিভোজেরও আয়োজন করলেন।
জানা গিয়েছে, শার্ট-প্যান্ট নয়, ছোট থেকে শাড়ি এবং চুড়িদারেই বেশি স্বচ্ছন্দ ছিলেন বাসু। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে খানিক ইচ্ছার বিরুদ্ধেই ছেলেদের পোশাক পড়তে হত বাসুকে।
পরিবারের তরফে এক যুবতীত সঙ্গে বিয়েও দেওয়া হয় বাসুর। কিন্তু স্ত্রী বুজতে পারেন তার স্বামী ঠিক পুরুষ নয়। সে মনে প্রানে এক নারী। শুরু হয় অশান্তি। বাপের বাড়ি চলে যান বাসুর স্ত্রী। জল গড়ায় আদালতে। এক বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এবার বাসু এ বার তাঁর জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন অমিত মালিককে। অমিত হাওড়ার বাসিন্দা।