
নিজেস্ব প্রতিনিধি, ভাঙড়ঃ আবারও বড়সড় ভাঙন নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এ। পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা বিবি যোগ দিলেন ঘাস ফুল শিবিরে। সোমবার শওকত মোল্লার হাত ধরে শাসক দল তৃণমূলের পতাকা হাতে তুলে নেন আসমা।
সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে যোগদান শিবিরের আয়োজন করা হয়। আসমা বিবি পাশাপাশি পানাপুকুর ১৬৩ নং-এর আইএসএফ বুথ সদস্য আজারউদ্দিন মোল্লাও যোগদান তৃণমূলে। সঙ্গে চালতাবেড়িয়া ও ভোগালির ১ নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএফএফ কর্মী যোগদান করেন ঘাস ফুলে। ভাঙড়ে দাপুটে আইএসএফ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন আসমা।