
অরূপ পোদ্দার, শিলিগুড়িঃএবার রাঙাপানি। আবার ট্রেন দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে আবার দুর্ঘটনার কবলে রেল। বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি কাছে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়।
দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায় বলে রেল সূত্রে খবর। যদিও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। নেই হতাহতেরও খবর। প্রসঙ্গত, দেড় মাস আগে এই রাঙাপানিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কবলে পরে। রেল সূত্রে খবর, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে চলছে। আপাতত ট্রেন পরিষেবা বন্ধ নিউ জলপাইগুড়ি মালদা লাইনে।
প্রসঙ্গত, মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনার কবলে পরে। তাঁর ২৪ ঘণ্টার মধ্যেই আবার রাঙাপানিতে দুর্ঘটনার কবলে রেল।