
নিজেস্ব প্রতিনিধি,বনগাঁ: পঞ্চম দফা নির্বাচনে রাজ্য পুলিশের বিরুদ্ধে বড়সর অভিযোগ বিজেপির। আর অভিযোগ আনলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অভিযোগ, “কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে পরিচালিত করে বনগাঁর বিভিন্ন বুথে তৃণমূলকে ছাপ্পা দেওয়ার সুযোগ করে দিচ্ছে রাজ্য পুলিশ।” শান্তনু ঠাকুর আরও বলেন, “খবর পেয়ে আমি এলাকায় গেলে, সেখানে ঢোকার আগেই পুলিশ সাইরেন বাজিয়ে ছাপ্পাবাহিনীকে সর্তক করে দিচ্ছে।” বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনকেও জানিয়েছে শান্তনু।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, “পরাজয় নিশ্চিত বুঝে আগে থেকেই ছাপ্পার নাটক শুরু করেছে বিজেপি।” প্রসঙ্গত, বনগাঁর কাটাগঞ্জে গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাই স্কুলে বুথ নম্বর ২৭১ ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে সেই বুথে পৌঁছন শান্তনু। সূত্রের খবর, শান্তনু পৌঁছনের আগে দু’দুবার সাইরেন বাজায় রাজ্য পুলিশ।