
তামসী রায় প্রধান,ওঙ্কারঃ তৃণমূল নেত্রীকে প্রণাম করে এভাবেই আইবুড়ো ভাত খেলেন, বর্ধমান-১ ব্লকের বিডিও! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে লিখলেন, ব্যতিক্রমী বিষয় নয়, এটিই যেন স্বাভাবিক ও আদর্শ বিষয়। এতে অবশ্য আশ্চর্যের কিছু নেই। শাসক দল এবং প্রশাসনের মধ্যে বিভাজনরেখাটি অস্পষ্ট ছিলই, তা এবার পুরো মুছে ফেলা হয়েছে।
টেবিলে থালাভর্তি করে সাজানো হরেক রকম খাবারদাবার। টেবিলের পাশে দাঁড়িয়ে হাসি মুখে এক ব্যক্তি। তার গলায় মালা পরিয়ে দিচ্ছেন আর একজন। তার পরেই দেখা গেল সেই ব্যক্তিকে কপালে ফুল-চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা। মাথা ঝুঁকিয়ে তাঁকে প্রণামও করলেন সেই ব্যক্তি। পাশ থেকে শোনা গেল শাঁখ’র আওয়াজ। হাসি মুখে খেতে বসলেন ওই ব্যক্তি। আর পিছনে হাসিমুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোষ্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে লিখেছেন, ‘চমৎকার! পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে তৃণমূলের নেতত্বে আয়োজিত বর্ধমান-১-এর বিডিওর প্রি-ওয়েডিং। অফিসারকে টিএমসি নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার এই ঘটনাটি কোনও ব্যতিক্রমী বিষয় নয়, এটিই যেন স্বাভাবিক ও আদর্শ বিষয়। এতে অবশ্য আশ্চর্যের কিছু নেই। শাসক দল এবং প্রশাসনের মধ্যে বিভাজনরেখাটি অস্পষ্ট ছিলই, তা এবার পুরো মুছে ফেলা হয়েছে।’ যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।