
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম : ড্রেনের জল ঢুকছে বোরিং পাম্পে! বিপদ জেনেও সেই জল পান করছে এলাকার মানুষজন। এমনই ছবি দেখা যাচ্ছে ঝাড়গ্রাম পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কুষ্ঠ হাসপাতালের পাশের পাড়ায়। দীর্ঘদিন ধরে ড্রেনের জল পাম্পের বোরিং এ ঢুকছে। কিন্তু বাধ্য হয়েই বিশুদ্ধ পানীয় জলের বদলে অস্বাস্থ্যকর জল পান করছে এলাকার মানুষ। এলাকার বেশ কয়েকটি বাড়িতে ওই এলাকার ড্রেনের জল এসে দাড়াচ্ছে উঠোনে ও পানীয় জলের কোলের উপর সেই জল ডুকছে পাম্পের বোরিং এ। এলাকায় প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে দীর্ঘদিন ধরে। বহুবার স্থানীয় কাউন্সিলর ও পৌরসভায় জানিয়েও কোন সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ জানাচ্ছে স্থানীয় মানুষ। স্থানীয়রা আরো বলেন, পরিকল্পনা বিহীন ড্রেন করার ফলে সমস্যা এমনই অভিযোগ এলাকার মানুষের। তবে পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুতই বিষয়টি দেখে সঠিক সমাধান করা হবে।