
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নক্কারজনক ঘটনার বিচার প্রক্রিয়া এখনও চলমান। ন্যায় বিচারের দাবিতে এখনও সাধারণ মানুষের মনে ক্ষোভ প্রজ্জ্বলিত। রাজ্য জুড়ে এখনও চলছে প্রতিবাদ মিছিল, রাত দখল। লিঙ্গ, পেশা, জাতিভেদ নির্বিশেষে সকলের প্রতিবাদের দাবি একটাই, চাই ন্যায় বিচার, চাই দোষীদের কঠোর শাস্তি।
শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষা কর্মীরা মশালের আগুন ছুয়ে শপথ নিয়ে জলপাইগুড়ির রাজপথে নামেন । চাই “ন্যায় বিচার”। হাতে মশাল নিয়ে জলপাইগুড়ি কদমতলা মোড়ে গান এবং কবিতার মাধ্যমে তিলোত্তমার ধর্ষণ, খুনের প্রতিবাদ করেন তারা । প্রশ্ন তোলেন কবে হবে “ন্যায় বিচার”? কবে বিচার পাবে “অভয়া”? মূলত, এই দাবিকে সামনে রেখে হাতে মশাল নিয়ে জলপাইগুড়ির কদমতলা মোড় থেকে শহরের পথ পরিক্রমা করে শিক্ষক এবং শিক্ষক কর্মীদের যৌথ মঞ্চের প্রতিবাদ মিছিলটি। রাত ৯ টা থেকে শুরু হয় এই কর্মসূচী, চলে প্রায় রাত বারোটা পর্যন্ত।