
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলপির গোপালনগরে স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হলেন এক টোটো চালক। সূত্রের খবর, সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগণার কুলপি থানার অন্তর্গত গোপালনগর চক গ্রামে নিজের বাড়িতেই নৃশংস ভাবে খুন হন গৌতম হালদার নামক এক টোটো চালক। ধারাল অস্ত্র দিয়ে গলায় ও মাথায় আঘাত করা হয় তাকে ।
মৃতের পরিবারের অভিযোগ, এই খুনের মূল ষড়যন্ত্রকারি হলেন গৌতম বাবুর স্ত্রী মল্লিকা হালদার ও তাঁর প্রেমিক। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন যাবত গৌতম বাবুর স্ত্রী তার প্রেমিকের মধ্যে সম্পর্ক থাকায় প্রায়ই গণ্ডগোলের সৃষ্টি হত। এমনকি স্থানীয় পঞ্চায়েতে সালিশি সভাও বসানো হয়। সেই কারণেই সন্দেহের তীর মল্লিকা হালদার ও তার প্রেমিকের দিকেই যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ মল্লিকা হালদার ও তার প্রমিককে আটক করেছে এবং গৌতম বাবুর ছোট ছেলে ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।