
নিজস্ব প্রতিনিধি: বাপের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার নাম করে নিখোঁজ এক গৃহ বধূ। নিখোঁজ বউকে খুঁজতে বিভিন্ন পুজোর মণ্ডপ, মেলা ঘুরে অবশেষে ধুপগুড়ির জলঢাকা বাজারে এসে হন্যে হয়ে স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন স্বামী। নিখোঁজ গৃহবধুর নাম লক্ষ্মী রায়। জানা গেছে, ময়নাগুড়ির ভোট পার্টি এলাকার যুবক সুখচান মন্ডলের সঙ্গে,হেলা পাকরির লক্ষ্মী রায়ের বিয়ে হয় দেড় বছর আগে। বাপের বাড়িতে অনুষ্ঠান থাকায় স্বামী সুখচান মন্ডল স্ত্রী লক্ষী রায়কে বাপের বাড়িতে দিয়ে আসে। এরপর বাপের বাড়ি থেকে 12 দিন আগে নিখোঁজ হয়ে যায় স্ত্রী লক্ষ্মী রায়। আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে গৃহবধূর খোঁজ না পেয়ে ১৮ তারিখ স্ত্রীকে ফিরে পেতে ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয় স্বামী সুখ চান মন্ডল। স্ত্রীকে ফিরে পেতে জলঢাকা বাজারে এসে ঘোরাঘুরি করতে দেখা যায় গৃহবধুর স্বামীকে। তিনি জানান,অচেনা এক যুবক ফোন করে আমাকে হুমকি দিতে থাকে এবং জলঢাকা বাজারে আসতে বলে,নিখোঁজ গৃহবধর স্বামী আরো জানায়, আমার স্ত্রী আমাকে ফোনে বলে, আমি এখানে থাকতে পারছি না আমি ফিরে যেতে চাই তোমার কাছে। যা শুনেই দুশ্চিন্তায় পড়ে যায় স্বামী সুখ চান মন্ডল।নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনের কাছে কাতর আবেদন করেন যুবক।