
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: পাহাড়ে তুষারপাত, সমতলে কুয়াশার চাদর, অবশেষে উত্তরবঙ্গের হাত ধরে শীত এলো বঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ইলশেগুঁড়ি বৃষ্টি পাত হয় উত্তরের সমতল এলাকাগুলিতে,তার সঙ্গে মরসুমের প্রথম তুষারপাত ঘটে দার্জিলিংয়ের সান্দাকফুতে ।, এরপর থেকেই ক্রমাগত নিম্নমুখী হয়েছে তাপমাত্রার পারদ। এরপর শুক্রবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি সহ উত্তরের অন্যান্য জেলা গুলি। মরসুমের প্রথম কুয়াশায় মুখ ঢেকেছে সূর্যি মামা। সেই সঙ্গে গায়ে গরম কাপড় জড়িয়ে শিতের আমেজ নিতে দেখা যায় আমজনতাকে ।