
নিজেস্ব প্রতিনিধিঃ ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল মধ্য এবং দক্ষিণাঞ্চলে প্রায় ১৮০টি মিসাইল ছোড়া হয়েছে।
ইসরায়েলের সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের হামলায় তেল আবিবে দু’জন আহত হয়েছেন। ইরানকে এই হামলার ‘পরিণাম ভোগ করতে হবে’ হুমকি ইসরায়েলর।
হামাস, হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে।