
স্পোর্টস ডেস্ক: ইডেনে এসে গেল বিশ্বকাপ। হল ট্রফি উন্মোচন।জমকালো আতসবাজি প্রদর্শনীর মাধ্যমে ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হল। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া ছিলেন লিয়েন্ডার পেজ,ঝুলন গোস্বামী, অশোক দিন্দা, দোলা ব্যানার্জি, রাহুল ব্যানার্জি, সৌরভ ঘোষালের মত বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়া তারকারা । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দিল্লিতে থাকায় আসতে পারেননি। তার শুভেচ্ছাবার্তা পড়ে শোনান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তারপর সেটা তুলে দেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির হাতে। লন্ডন থেকে বিশেষ ভিডিও বার্তা পাঠান সৌরভ গাঙ্গুলি। সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য পাঠান বাইচুং ভুটিয়াও ।
তবে ট্রফি উন্মোচনের এই অনুষ্ঠানে সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য ইডেনের দরজা ছিল বন্ধ। কিন্তু যে ছ-সাতশো মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ পেয়ে ইডেনে এসেছিলেন তাঁরা সাক্ষী থাকলেন দুর্দান্ত এক অনুষ্ঠানের।
এদিন ১৯৭৫ থেকে ২০১৯ বিশ্বকাপের ফাইনালের পুরোনো ক্লিপিংস দেখানো হয়। ক্রিকেট সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বাংলা থেকে যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের ছবি দেখানো হয়।তবে সেখানে নেই প্রবাদপ্রতীম প্রাক্তন বাঙালি ক্রিকেটার পঙ্কজ রায় আর ২০২৩ বিশ্বকাপে বাংলার পেসার মহম্মদ শামি। কেন বাদ তারা! সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন,মাঝেমধ্যে ভুল হতে পারে। এটা এমনই একটা ভুল। শামির ছবি মিস হওয়ার জন্য আমরা দুঃখিত।’