
ওঙ্কার ডেস্ক:সন্দেশখালি কাণ্ডে আহত তিনজন আহত ইডি আধিকারিক কে ভর্তি করা হলো সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে। আহতরা হলেন রাজকুমার রাম,সোমনাথ দত্ত ,এবং অঙ্কুর গুপ্তা। অপরদিকে ইডির উপর এই আক্রমণ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো র দাবি এলাকাবাসীরা বুঝতে পারেন নি ওনারা ইডি ,সিবিআইয়ের সদস্য না চোর ডাকাত।তাই ওরা আক্রমণ করেছে।পাশাপাশি ইডির এই সক্রিয়তার জন্য শুভেন্দু অধিকারিকেও দায়ী করেন তিনি।