
অনুসূয়া সিনহা,দূর্গাপুরঃ ‘গণতন্ত্রকে হত্যা করেছে কমিশন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন যাদের গালাগালি দিত তৃণমূল, তাদের পায়ে গিয়ে পরছে তারা।
‘গণতন্ত্রকে হত্যা করেছে কমিশন, সোমবার দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলকে হেনস্তার ঘটনার পর রাতে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে অভিষেকের মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না দূর্গাপুর আসানসোলের বিজেপি প্রার্থী তথা বঙ্গ বিজেপির প্রক্তন সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী এলাকায় এক চা চক্রে যোগ দেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।