
বিক্রমাদিত্য বিশ্বাসঃ উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ধুমাগড় এলাকায় পঞ্চায়েত ভোটের দিনে জখম তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক। ৮ জুলাই ভোটের দিন ২৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে হাসিবুল নামে এক তৃনমূলকর্মী জখম হন। গুরুতর আহত যুবকের কাঁধে গুলি লাগে। কমিশনের নির্দেশে সোমবার ওই বুথে পুনরায় ভোট হলেও ভোট দিতে যায়নি মহম্মদ হাসিবুলের পরিবার। পরিবারে একমাত্র রোজগেরে মহম্মদ হাসিবুল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ছেলের শরীরে তিনটি গুলি লেগেছে বলে জানিয়েছেন মহম্মদ হাসিবুলের বাবা। কোন গণ্ডগোলে ছেলে আদৌ যুক্ত ছিল না বলে দাবী পরিবারের। খাওয়া দাওয়া সেরে ভোট দিতে গিয়েছিল সে, ভোটের লাইনেই গুলিবিদ্ধ হয় সে বলে অভিযোগ পরিবারের। মহম্মদ হাসিবুলকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিহারের কিষানগঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বিহারের পূর্ণিয়ায় একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই যুবকের চিকিৎসা চলছে। এলাকার মানুষ চাঁদা তুলে তাঁর চিকিৎসা চলাচ্ছেন। সহায় সম্বলহীন পরিবারটি কিভাবে চিকিৎসার খরচ চালাবে তা ভেবে কুল পাচ্ছে না। শাসক দলের নেতা-নেত্রী কেউই তাদের সঙ্গে এখনো দেখা করেনি। দেখা করেনি প্রশাসন কোনো ব্যক্তিও, অভিযোগ মহম্মদ হাসিবুলের বাবা, মা ও স্ত্রীর।