
শনিবার হোয়াইট হাউসের সামনে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে সিবিএস নিউজের এক সাংবাদিক গায়ে আগুন দেন। আগে থেকে লেখা একটি ব্লগ পোস্টে ওই সাংবাদিক বলেছিলেন যে গাজায় ইজরায়েলের যুদ্ধ সম্পর্কে মিডিয়ার “ভুল তথ্য”-এর প্রতিবাদে তিনি আত্মহনন করছেন। মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য অ্যারন বুশনেল ইজরায়েলের প্রতি আমেরিকান সমর্থনের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে ইজরায়েলী দূতাবাসের বাইরে নিজেকে আগুন দেওয়ার আট মাস পর ঘটনাটি ঘটেছে।
পরে ওই ব্যক্তিকে অ্যারিজোনায় সিবিএসের ছাড়পত্রপ্রাপ্ত নেটওয়ার্ক KTVK/KPHO-এর ফটো সাংবাদিক স্যামুয়েল মেনা হিসেবে শনাক্ত করা হয়। এই ঘটনার আগে প্রকাশিত একটি দীর্ঘ ব্লগ পোস্টে, মেনা গাজার যুদ্ধকে ইজরায়েল এবং হামাসের মধ্যে একটি সংঘাত হিসাবে বর্ণনা করার অভিযোগ করেছিলেন, যখন এর বেশিরভাগ শিকারই বেসামরিক নাগরিক।
“তিনি ওই ব্লগে লিখেছেন, কত প্যালেস্টিনীয়কে হত্যা করা হয়েছিল যাদের আমি হামাস হিসাবে চিহ্নিত হতে দিয়েছিলাম?. .. গাজার দশ হাজার শিশু, যারা এই সংঘাতে একটি অঙ্গ হারিয়েছে, আমি আমার বাম হাত তোমাকে দিচ্ছি,” মেনা ওই ব্লগ পোস্টে লিখেছেন।
মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে মেনার আঘাত গুরুতর নয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর ‘সামান্য’ চিকিৎসা করা হয়েছে। অপর দিকে সিবিএস জানিয়েছে, ঘটনার সময় মেনা “অফ ডিউটি” ছিল এবং “বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা” বিষয়ে কোম্পানির নীতি লঙ্ঘনের জন্য তাকে বরখাস্ত করা হবে।
৭ই অক্টোবর, ২০২৪ সোমবার ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধের একবছর পূরণ হচ্ছে। এক বছর যাবৎ লাগাতার স্থল আক্রমণ এবং বোমাবর্ষণের ফলে প্যালেস্টাইনে মৃতের সংখ্যা ৪২০০০ ছাড়িয়েছে, যার অধিকাংশই নারী এবং শিশু। এই যুদ্ধে ১১০০জন ইজরায়েলী প্রাণ হারিয়েছে।