
শুভম কর্মকার, বাঁকুড়া : লোকসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে ফের একবার চর্চায় পোস্টার-রহস্য। বিগত কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিকল্প রাজনীতির পোস্টার দেখা যাচ্ছে। তা নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। এর মধ্যেই এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নামে পড়ল পোস্টার। পোস্টারে সাংসদের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিজেপির বিষ্ণুপুর জেলা কার্যালয়ের আশপাশ সহ শহরের বিভিন্ন জায়গায় পড়েছে এই পোস্টারগুলি। পোস্টারগুলিতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের একাধিক বিধানসভা ও পুরসভা বিজেপির হাতছাড়া হওয়ার জন্য সাংসদ সৌমিত্র খাঁকে দায়ী করা হয়েছে। বিজেপি সাংসদ অবশ্য এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্যে ৩৫ টি আসন বিজেপি জিতবে এবং বিষ্ণুপুর লোকসভায় বিজেপি ৩ লক্ষের বেশি ভোটে জয়লাভ করবে। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পুলিশের সাহায্যে পোস্টার লাগিয়েছে তৃণমূলই।
অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই পোস্টার আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আর এই দাবি পাল্টা দাবিতেই সরগরম বাঁকুড়ার বিষ্ণুপুরের রাজনীতি।