
ইন্দ্রানী চক্রবর্তী:একই দিনে জোড়া চমক। রবিবার ডাক্তারদের পরপর দুটি চিঠি দিলেন মুখ্য সচিব। প্রথম চিঠিতে বৈঠকে বসার আবেদন আর দ্বিতীয় চিঠিতে ‘দ্রোহের কার্নিভাল’ না করার আবেদন করলেন মুখ্য সচিব মনোজ পন্থ।
ইমেইল মারফত পাঠানো ঐ চিঠিতে হাইকোর্টের একটি নির্দেশের কথা উল্লেখ করে মুখ্যসচীব জানিয়েছেন পুজোর কার্নিভালের দিন ‘দ্রোহের কার্নিভাল’ করলে তাতে বিরূপ প্রভাব পড়তে পারে পুজোর কার্নিভালে আগতদের উপর। তাই দ্রোহের কার্নিভাল প্রত্যাহার করার আবেদন নিয়ে ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস’-কে চিঠি দিলেন তিনি।
এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে সরকার কর্তৃক পুজোর কার্নিভাল হবে রেড রোডে এবং ‘দ্রোহের কার্নিভাল’-এর পরিকল্পনা রয়েছে রানী রাসমণি এভিনিউয়ে। এই দুই রাস্তার মধ্যে বিশেষ দূরত্ব নেই। পুজোর কার্নিভালে অগণিত মানুষ অংশ নেন, থাকেন বিদেশের গণ্যমান্য ব্যক্তিরাও। সে ক্ষেত্রে ‘দ্রোহের কার্নিভাল’ হলে তাতে পুজোর কার্নিভালে আগতদের নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে বলে মুখ্য সচিবের মত।