
ইন্দ্রানী চক্রবর্তী :আগামী ২৫ অক্টোবর দুপুর ১২টায় পরিবহন ভবন অভিযানের ডাক দেয় ‘সেভ হেরিটেজ সেভ ট্রাম’ নামক সংগঠন। পুজোর সময় ট্রাম পরিষেবা বন্ধ করার পর পরিবহন দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে ১৫ই অক্টোবর থেকে পুনরায় চালু হবে পরিষেবা। কিন্তু তারিখ পেরিয়ে গেলেও পরিষেবা চালু হয়না। এছাড়াও ট্রাম কন্ডাক্টার এবং অন্যান্য কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করানোর একটি নোটিশ জারি করা হয়েছিল বলে সূত্রের খবর।
পরিবহন ভবন এই কার্যধারার ভিত্তিতে পরিবহন দপ্তর অভিযানের ডাক দেয় এই সংগঠন। পরিকল্পনা ছিল সেন্ট্রাল মেট্রো স্টেশন এর এক নম্বর গেট থেকে পরিবহন ভবন পর্যন্ত মিছিল করে গিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর থেকে একটি ডেপুটেশন দেওয়া হবে। কিন্তু মঙ্গলবার সকাল থেকে ৫ এবং ২৬ নম্বর রুটে ট্রাম পরিষেবা পুনরায় চালু হওয়ায় কর্মসূচি রদবদল ঘটলো।
এই সংগঠনের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “সূত্র মারফত আমরা খবর পাই যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর ট্রাম পরিষেবা বন্ধ করতে চলেছে। এমতাবস্থায় আমরা ‘সেভ হেরিটেজ সেভ ট্রাম’ সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করি আগামী ২৫শে অক্টোবর ২০২৪ তারিখে দুপুর ১২ টায় সেন্ট্রাল মেট্রো এক নম্বর গেট থেকে শান্তিপূর্ন মিছিল করে পরিবহন ভবনে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় কে ডেপুটেশন দেব। কিন্তু পরিবহন দপ্তরের মতি ফেরায় আজ ২২শে অক্টোবর তারিখে পুনরায় তিলোত্তমার বুকে ৫ এবং ২৫ নম্বর রুটে সাধারণ মানুষের জন্য ট্রাম পরিষেবা চালু হয়। তাই ২৫শে অক্টোবর ঘোষিত ডেপুটেশন কর্মসূচি আমরা আপাতত স্থগিত রাখছি।”
সংগঠনের সভাপতি কৌশিক দাস জানিয়েছেন, “আমরা আগামী ২৫শে অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তী মহাশয় এর কাছে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ পুজোর আগে ট্রাম পরিষেবা যখন বন্ধ করা হয়েছিল সেখানে নোটিশ জারি করা হয়েছিল যে ১৫ই অক্টোবর পর্যন্ত ট্রাম পরিষেবা বন্ধ থাকবে। ১৫ ই অক্টোবর পার হয়ে যাওয়ার পরেও যখন ট্রাম পরিষেবা শুরু না হয় এবং আমরা সূত্র মারফত জানতে পারি ট্রামের স্টার্টার থেকে শুরু করে ট্রাম এর বিভিন্ন কর্মচারী চালক এবং কন্ডাক্টারদেরকে একটি নোটিশ ধরানো হয় এই মর্মে যে অনির্দিষ্টকালের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে। এর ফলে ট্রাম আদৌ চলবে কিনা সেই বিষয়ে সংশয় তৈরি হয়েছিল আমাদের। তাই আমরা সিদ্ধান্ত নিই ২৫ শে অক্টোবর সেন্ট্রাল মেট্রো ১ নম্বর গেট থেকে পরিবহন দপ্তর পর্যন্ত মিছিল করে পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তীকে একটি ডেপুটেশন দেবো। কিন্তু আজ সকাল থেকে ৫ এবং ২৫ নম্বর রুটে পুনরায় ট্রাম্প পরিষেবা চালু হওয়ায় আমরা সিদ্ধান্ত বদল করি এবং আমাদের ডেপুটেশন কর্মসূচি স্থগিত করি। তার বদলে ওই ২৫ সে অক্টোবরই আমরা রাজাবাজার ট্রাম ডিপোর সামনে একটি জনসভার আহবান জানিয়েছি।”
প্রেস বিজ্ঞপ্তিতে ও জানানো হয়েছে যে ওই দিন ডেপুটেশন কর্মসূচি না থাকলেও একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে ‘সেভ হেরিটেজ সেভ ট্রাম’। জানানো হয়েছে ওই একই দিন সকাল ১১টা থেকে রাজাবাজার ট্রাম ডিপোর সামনে হবে এই প্রতিবাদ সভা।