
নিজস্ব প্রতিনিধি:শুক্রবারে রাতে শেষ পর্যন্ত কর্ম বিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু শুক্রবার বিকেলে জুনিয়র ডাক্তারদের মিছিলে পুলিশের হামলা কে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে প্রশাসনের সদিচ্ছা নিয়ে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাঁরা যখন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এসএসকে এম থেকে মিছিল নিয়ে ওয়াই চ্যানেলের দিকে আসছিলেন, তখন পুলিশ তাদের উপর বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে।
এরপরই জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি তুলে নেয়ার সিদ্ধান্ত কার্যকরী করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও শেষ পর্যন্ত
জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন প্রত্যাহার না করলেও কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
কিন্তু শুক্রবার রাত পর্যন্ত বৃষ্টির মধ্যেও জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন।
এখন পুজোর মধ্যেও যদি ডাক্তারদের এই ধরনের অবস্থান কর্মসূচি চালু থাকে তাহলে সেটা প্রশাসনের পক্ষে অস্বস্তিকর হবে এব্যাপারে কোন সন্দেহ নেই।
রাজনৈতিক মহলের মতে ডাক্তারদের হ্যান্ডেল করবার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল।