
ইন্দ্রানী চক্রবর্তী:জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসার পর এবং একের পর এক গণইস্তফার জেরে আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে। ডাক্তারদের আন্দোলনের সমর্থকরা আগেই জানিয়েছিলেন তারা উৎসবে ফিরছেন না। বর্তমানে পরিস্থিতি এমনই যে কলকাতার একের পর এক পুজো মন্ডপ পরিণত হচ্ছে প্রতিবাদের সূতিকাগারে।
এমনই কর্মসূচি নিয়ে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের ত্রিধারা সম্মীলনী মন্ডপে ঢোকার মুখে তিলোত্তমার বিচার চেয়ে স্লোগান তুলছিলেন জনা চল্লিশ ছাত্র। রাতারাতি প্রতিবাদীদের ঘিরে ফেলে বাধা দেয় পুলিশ। প্রতিবাদী ছাত্রদের অভিযোগ, বাধা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলেও কোনও সদুত্তর ছাড়াই অন্ততঃ ১০-১২জন ছাত্রকে আটক করেছে পুলিশ।
প্রতিবাদী ছাত্রদের মধ্যে পিডিএসএফ সংগঠনের সদস্য অস্মিতা মাঝি জানিয়েছেন, “আমরা স্লোগানিং করছিলাম, আর কিছু পোস্টার নিয়ে হাঁটছিলাম। তক্ষুনি পুলিশ এসে আমাদের ব্যারিকেড আর দড়ি দিয়ে ঘিরে দেয়। আমরা যখন জিজ্ঞাসা করি যে আমাদের কেন আটকানো হচ্ছে, তখন কোনও উত্তর তারা দেননি। তারপরেই আমাদের ১২-১৩ জন ছাত্রকে ডিটেইন করে নিয়ে যান তারা।”
প্রতিবাদী ছাত্রদের আটক করে লালবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অনশন মঞ্চ থেকে আন্দোলনকরীরাও লালবাজারের দিকে রওয়ানা হয়েছেন।